নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ের পৌর এলাকার কৃষ্ণপুরা গ্রামে রোববার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্পন চক্রবর্তী (১৮) নামে একজন এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। সে সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের কুমকুম চক্রবর্তীর একমাত্র ছেলে।
মৃত অর্পন চক্রবর্তীর পারিবারিক সূত্র জানায়, পল্লী বিদ্যুৎতের মেইন লাইন তাদের ঘরের চালার উপর দিয়ে টেনে নেয়ায় বাতাসে টিনের চালার সঙ্গে বিদ্যুতের তারের ঘর্ষনে তার লিকেজ হয়ে সম্পুর্ণ ঘর বিদ্যুতারিত হয়ে পড়ে। এ সময় অর্পনের ছোট বোন আঙ্গিনায় ভেজা কাপড় ছড়াতে গেলে সে প্রথমে বিদ্যুতারিত হয়ে পড়ে। ছোট বোনকে বাচাঁতে গিয়ে তার মৃত্যু হয়। এঘটনায় কৃষ্ণপুরা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পল্লী বিদ্যুতের দায়িত্ব অবহেলার কারনে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তার পরিবার মামলা করার প্রস্তুতি গ্রহন করছে বলে তার পারিবারিক সূত্র জানায়। সোনারগাঁ জি আর ইনষ্টিটিউশন স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র অর্পন করোনা সংক্রমনের কারনে বন্ধ থাকা এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।