আগামী সনমান্দী ইউপি নির্বাচনে ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা প্রার্থী পরীবানু বেগমের উঠান বৈঠক

সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত প্রার্থী পরীবানু বেগমের চলছে প্রচার প্রচারণা। পাশাপাশি বিভিন্ন বাজারে ও এলাকার মোড় ছেয়ে গেছে প্রার্থীর ব্যানার। এছাড়াও পাড়া মহল্লা ও প্রতিটি ওয়ার্ডের উঠান বৈঠকে শতশত জনতার অংশগ্রহণে চলছে জোর প্রচারণা। এ নির্বাচনকে ঘিরে পরীবানু বেগমের উঠান বৈঠকে গণ-জোয়ার শুরু হয়েছে।

(শুক্রবার ১৬ অক্টোবর) দুপুরে সনমান্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বৈদ্যেরকান্দী গ্রামের আব্দুল আজিজ মিয়ার বাড়িতে উঠান বৈঠকে পরীবানু বেগমের সমর্থনে কয়েকশত জনতার উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে পরীবানু বেগমের পক্ষে বক্তব্য রাখেন মোক্তার হোসেন, হাজী আবুল হোসেন, গোলাম মোস্তফা, মোঃ হানিফা মিয়া, তোফাজ্জল হোসেন, মজিবুর রহমান মজু, মহসিন মিয়া, নূর মোহাম্মদ মেম্বার, হাসমত আলী হাসু, মোঃ মোতালেব ব্যাপারী, আলমগীর হোসেন, শেখ সাদী, ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, মোঃ ফারুক মিয়া প্রমুখ।

দুপুরের পর মহিলা মেম্বার প্রার্থী পরীবানু বেগম কে ৪নং ওয়ার্ডের জনগণ পূর্ণ সমর্থন জানিয়ে রাস্তা থেকে প্রার্থীর পিছু নিয়ে এলাকার কয়েকশত নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে উঠান বৈঠকে সমবেত হয়।

এসময় বক্তারা বলেন, নির্বাচনে আমরা একজন শিক্ষিত মহিলা মেম্বার চাই। যিনি তার মেধাশক্তি দিয়ে এলাকার উন্নয়ন করবেন। বক্তারা আরো বলেন আগে দেখেছি এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদক ও জুয়ার অভয়ারণ্য হয়ে গেছে, মাদক সন্ত্রাসীদের নির্মুলে কাজ করে যাওয়ার অনুরোধ করেন তারা এবং মহিলা মেম্বার প্রার্থী পরীবানু বেগমের এর পক্ষে জনতার গনজোয়ারের নেপথ্যে রয়েছে মানুষের আশাজাগানিয়া স্বপ্ন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মহিলা মেম্বার প্রার্থী পরীবানু বেগম বলেন, আমি সনমান্দী ইউনিয়নের খেটে খাওয়া কৃষক শ্রমিকের পক্ষে কাজ করে যাবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সুখেদুঃখে সবসময় পাশে থাকবো। এ অঞ্চলটি বাংলাদেশের সবচেয়ে অনুন্নত এলাকা। আমি নির্বাচিত হলে রাস্তাঘাট এর উন্নয়ন করবো। এলাকা থেকে মাদক ও জুয়া নির্মুল করবো। বয়স্ক ও বিধবাদের জন্য নিজস্ব ফান্ড থেকে সাহায্য সহায়তা করে যাচ্ছি ও তা ভবিষ্যতেও করে যাবো। আর তাই তিনি বলেন আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের লালিত স্বপ্নপুরন করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!