কাঁচপুরে ধর্ষণের প্রতিবাদে হাজারো প্রতিবাদী তরুণ তরুণীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই” শ্লোগানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন স্বপ্নের কাঁচপুর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্বপ্নের কাঁচপুর, কাঁচপুর জনকল্যাণ সেবা সংস্থা, কাঁচপুর সোনাপুর কলাবাগান চেয়ারম্যান পাড়া সমাজকল্যান সংস্থা, কাঁচপুর বেহাকৈর সমাজকল্যান সংস্থার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁ উপজেলায় কয়েকশত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

সােনারগাঁয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ সহ সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ, নােয়াখালীতে নারীর ওপর নির্মম নির্যাতন এবং সারা দেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে এই কর্মসূচী পালন করেন।

মানববন্ধনে বক্তারা, ধর্ষকের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়াও তারা দাবি করেন আইন সংশােধনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হোক। ধর্ষণকারী ও তার পরিবারকে সামাজিক ভাবে বয়কট করা এবং আশ্রয়দাতাদের আইনের আওতায় আনার আহবান জানান।

এতে সঞ্চালনা করেন রুবেল হোসাইন। রুবেল হোসাইন জানান, দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে আমাদের এই কর্মসূচী। এতে আমরা প্রতিবাদী আওয়াজ তুলেছি। অবশ্যই ধর্ষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্রকে আমাদের নিরাপত্তা দিতে হবে। আর যদি তা সম্ভব না হয় তবে দায়িত্বশীলদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!