সোনারগাঁ উপজেলায় দেয়াল চাপা পড়ে আয়নাল হোসেন (৪০) নামের এক লৌহ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের মদনপুর- জয়দেবপুর এশিয়ান হাইওয়ের বরিবাড়ী এলাকায় মুনতাহা স্টীল মিলে এ ঘটনা ঘটেছে।
নিহত আয়নাল হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মুনতাহা স্টীল মিলে শ্রমিক হিসেবে কাজ করতো।
মুনতাহা স্টীল মিলের শ্রমিকরা জানান, মুনতাহা স্টীল মিলের শ্রমিক আয়নাল হোসেন প্রতিদিনের ন্যায় বুধবার সকালে কাজে যোগদান করেন। দুপুরে দিকে সে বিশেষ কাজে ফ্যাক্টরীর ৩য় তলা থেকে নিচে নামার সময় ৩য় তলা ভবনের একটি দেয়াল ভেঙ্গে তার উপর পড়লে সে মারাত্মক আহত হয়। আহত আয়নালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মৃত্যু বরন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার