সোনারগাঁ পৌরসভায় এমপি খোকার সাথে শিক্ষক নেতাদের সাক্ষাত
নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁ উপজেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নেতৃবৃন্দ পৌরসভায় সাংসদ লিয়াকত হোসেন খোকা সাথে সৌজন্যে সাক্ষাত করেন।
আজ ৬ অক্টোবর সন্ধায় সোনারগাঁ পৌরসভার সম্মেলন কক্ষে এ সাক্ষাত অনুষ্টিত হয়।
সাক্ষাতকালে শিক্ষক নেতৃবৃন্দ করোনাকালিন সময়ে এমপি লিয়াকত হোসেন খোকার মানবতার কল্যাণে বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।এছাড়া শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন এমপি খোকা।করোনা পরবতী সময়ে স্কুল চালু হলে প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী বিতরণের অঙ্গীকার কে শিক্ষক নেতৃবৃন্দ সাধুবাদ জানান।আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র পদে এমপি খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত প্রার্থী হচ্ছেন জেনে শিক্ষক নেতৃবৃন্দ ,পৌরবাসী পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।শিক্ষক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন ডালিয়া লিয়াকত নির্বাচিত হলে পৌরসভার শিক্ষা সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ণ হবে।
সাক্ষাতকালে উপস্থিত বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সোনারগাঁ শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ জাহান মাষ্টার,সহ সভাপতি নিতাই চন্দ্র বর্মণ,যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান,সহকারী শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহিম,যুগ্ন সম্পাদক এমরান মিয়া,কোষাধ্যক্ষ মাকসুদুর রহমান অপু,যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। জাতীয় পার্টির নেতা এম,এ জামান, মহিলা কাউন্সিলর জাহেদা আত্তার মনি, ফজলুল হক মাষ্টার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার