শাকিল শিকদার, ক্রিড়া প্রতিবেদকঃ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। পাঁচ ম্যাচে ১১.৪ গড়ে (৫, ২৫*, ৬, ২০ ও ১) সবমিলিয়ে ৫৭ রান রান করায় দলের ষষ্ঠ ম্যাচে একাদশে জায়গা হারান জাতীয় দলের সাবেক এই তারকা অধিনায়ক।
টি-টোয়েন্টি কাপে মোহাম্মদ আশরাফুলের চেয়েও বাজে অবস্থা খুলনার অলরাউন্ডার সাকিব আল হাসানের। আট ম্যাচে সাকিব ফেরেন ১৫, ১২, ৩, ১১, ১৪, ৪, ১৫ ও ৮ রানে। সবমিলিয়ে ১০.২৫ গড়ে ৮২ রান করেন তিনি। সাকিবের চেয়ে গড় রান ভালো আশরাফুলের। অথচ দলে জায়গা পাচ্ছেন না তিনি।
টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি কাপে আশরাফুল বোলিং করার সুযোগ পাননি। সাকিব ৮ ম্যাচে ৩০ ওভারে ৫.৭৩ গড়ে ১৭২ রান খরচ করে শিকার করেন মাত্র ৫ উইকেট।
টুর্নামেন্টে আশরাফুলের মতোই ব্যর্থ সাকিব। দুজনেই জাতীয় দলের সাবেক অধিনায়ক। আবার ফিক্সিংয়ের মতো ন্যক্কারজনক ঘটনায় উভয়েই নিষিদ্ধ হয়েছিলেন।
ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলছেন আশরাফুল যদি পারফরম্যান্স বিবেচনায় বাদ পড়েন তাহলে সাকিব কেন নয়। সাকিবের পারফরম্যান্স তো আশরাফুলের মতোই নিম্নমুখী। বেশ কিছুদিন আগে কলকাতায় পূজো উদ্ভোধন করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হন সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব।