নিউজ ডেস্কঃ ঠাণ্ডা বাতাসের দাপট আর ঘন কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্মআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো র্যাব-১১। পৌষের শীতে যখন মানুষের জীবন বিপর্যস্ত ঠিক তখনি ৩ শতাধিক কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন তারা।
মুজিব বর্ষ উপলক্ষ্যে র্যাব-১১ এর উদ্যোগে এবং বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়নের কাজীপাড়ায় অবস্থিত মেসার্স আল্লাহর দান ব্রিকস এন্ড ম্যানুফ্যাকচারার (এনবিএম) এর সার্বিক সমন্বয়ে ২১ ডিসেম্বর সোমবার বিকেলে অত্র উপজেলার কাজীপাড়া এলাকায় প্রায় ৩ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় র্যাব-১১ এর উপ-অধিনায়ক ও স্কোয়াড্রন লিডার মোঃ রেজাউল হক (রেজা) এবং এডিশনাল এসপি জসীমউদ্দিন চৌধুরী সহ র্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।