“স্বাধীনতা পেয়েছি আমি”
(কাজী শফিকুল ইসলাম)
স্বাধীনতা পেয়েছি আমি
লাখো শহীদের রক্তঝরা সংগ্রামে
উদার আত্মত্যাগের বিনিময়ে,
স্বাধীনতা পেয়েছি আমি
বৈরীর শত শৃঙ্খল ভেঙে
স্বাধীন সূর্যকে ছিনিয়ে নিয়ে।
স্বাধীনতা পেয়েছি আমি
ছেলেহারা মায়ের অশ্রুসিক্ত চোখের
বিমর্ষ আর্তনাদের তরে,
স্বাধীনতা পেয়েছি আমি
সম্ভ্রমহারা নারীর অমর্ষভরা
অসহায় চিৎকারে।
স্বাধীনতা পেয়েছি আমি
বজ্রকণ্ঠে নিঃসৃত মহান নেতার
সংগ্রামী সেই হুঙ্কারে,
স্বাধীনতা পেয়েছি আমি
বাঙ্গালির তেজনিধি আস্যে
তীব্র জয়োধ্বনি করে।
স্বাধীনতা পেয়েছি আমি
অত্যাচারীর বক্ষে ক্ষত-বিক্ষতের
চিহ্ন এঁকে দিয়ে,
স্বাধীনতা পেয়েছি আমি
হার না মানা মৃত্যু যন্ত্রণায়
নিজেকে সোপিয়ে দিয়ে।
স্বাধীনতা পেয়েছি আমি
কোটি মানুষের সঞ্চিত স্বপ্নকে
ধূলোয় মিশিয়ে দিয়ে,
স্বাধীনতা পেয়েছি আমি
মরণ মিছিলে হেঁটে
কাঙ্খিত বিজয়ের পথ চেয়ে।