আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-২, আসন আড়াইহাজার থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী পারভীন আক্তার গতকাল মঙ্গলবার স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন। তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)। উপজেলা সদরে আশিক সুপার মার্কেটে তার দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন থানা বিএনপির সহ-সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ উল্লাহ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেনজীর আহাম্মেদ বেনু ও জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু প্রমুখ। এ সময় পারভীন আক্তার বলেন, বর্তমান আওয়ামী লীগ স্বৈরাচার সরকার ও লুটপাট, দুর্নীতি, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি চালাচ্ছে। আইনের শাসন নাই। রাতের আঁধারে ভোট ডাকাতি করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। মানুষের ভোটের অধীকার হরণ করেছে। দেশে কোনো ন্যায় বিচার নাই। ব্যাংকগুলোকে দেউলিয়া করা হয়েছে। একের পর এক কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকদের বেতন দিতে পারছে না। দেশের জনগণের কোনো উন্নয়ন নেই; উন্নয়ন হচ্ছে শুধু মাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের। প্রশাসন যন্ত্রকে দলীয় করণ করা হয়েছে। পারভীন আক্তার আরও বলেন, দ্রæত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী দিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ‘মিড নাইট’ সরকারকে উৎখাত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাক আসা মাত্র আড়াইহাজার উপজেলা বিএনপি ও জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার