সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’-এ শ্লোগানে
৬ই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে সনমান্দী ইউনিয়নের ঈমানেরকান্দী উত্তরপাড়া খেলার মাঠ প্রাঙ্গনে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ঈমানের কান্দী উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ও আয়োজনে এ ফাইনাল খেলায় জাতীয় শ্রমিকলীগের সোনারগাঁ শাখার সহসভাপতি কামরুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ এবং বিশেষ অতিথি হিসেবে-বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,সোনারগাঁ শাখার সভাপতি আজিজুল ইসলাম মুকুল, ঈমানের কান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোশাররফ হোসেন মিলন,সনমান্দী ইউনিয়ন কৃষকলীগ এর সভাপতি জামালউদ্দীন, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন সুজন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম সোহান,সাব্বির আহমেদ সহ প্রমুখ উপস্হিত ছিলেন।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের এ ফাইনাল খেলায় মায়ের দোয়া একাদ্বশ ও সূর্য তরুণ একাদশ প্রতিযোগিতা করেন। এতে মায়ের দোয়া একাদ্শ ২-০ সেটে বিজয়ী হয়ে সূর্য তরুণ একাদশ পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফলে চ্যাম্পিয়ন মায়েরদোয়া ও সূর্য তরুণ একাদশ রানার্সআপ হয়। খেলা শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুরু থেকে উপজেলার ১৬টি দল প্রতিযোগিতা করে।