সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নের হরিহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপিত হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হরিহরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে বিদ্যালয় হলরুমে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-বিদ্যালয়ের সভাপতি ও সনমানন্দী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ফিরোজ আহমেদ মেম্বার, ২নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম, রুহুল আমিন মুন্সি, ৫নং ওয়ার্ড সভাপতি হালিম সরকার সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার