সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ দাড়িপাল্লার দাঁড়ের মতো খেলার জয় এদিকে সেদিকে দুলতে দুলতে টানটান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর ম্যাচে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার সোনারগাঁও কিংস ইলেভেনকে পরাজিত করে জয়লাভ করেছে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ানের নোয়াগাঁও সুপার কিংস।
সোমবার পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফসুফ দেওয়ানের দল নোয়াগাঁও সুপার কিংস বনাম সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এর দল সোনারগাঁও কিংস ইলেভেন।
সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ২য় সেমি ফাইনালে ৭ রানে নোয়াগাঁও সুপার কিংস দল সোনারগাঁ কিংস ইলেভেন দলকে পরাজিত করে জয় লাভ করেন। এ জয়ের সুবাদে নোয়াগাঁও সুপার কিংস দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তবে, ফাইনাল খেলার দিনক্ষন নির্ধারন না হলেও বঙ্গবন্ধু গোল্ডকাপ টূর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হবে পিরোজপুর পাইরেটস অবব্ল মেঘনা বনাম নোয়াগাঁও সুপার কিং।
খেলার শুরুতে নোয়াগাঁও সুপার কিংস টসে জিতে ব্যাট করার সিদ্বান্ত নেয়। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। নোয়াগাঁও সুপার কিংস এর পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন প্রসেন জিৎ ও সোনারগাঁ কিংস ইলেভেনের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট পান আরাফাত। নোয়াগাঁও সুপার কিংস এর দেয়া ১৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে সোনারগাঁ কিংস ইলেভেন ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। দলের সর্বোচ্চ ৪৩ রান করেন নিলু ও নোয়াগাঁও সুপার কিংসের পক্ষে সর্বোচ্চ উইকেট পান এনাম।
পরে খেলায় জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।