সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বাইশটেকী চৌরাপাড়া গ্রামের ভূমিদস্যু জাহাঙ্গীর হোসেনের অপকর্ম ও ইসলাম বিরোধী কার্যকলাপে বাধাঁ দেওয়ায় তাহের আলী গংদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন বলে অভিযোগ উঠেছে। জাহাঙ্গীর হোসেন নিজের অপরাধ ঢাকতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে তাহের আলী, ফয়সাল, রহিম বাদশা, মোঃ করিম, আবুল হাশেম, তৈয়ব আলী, ফরহাদ, আব্দুল হাই, বিল্লাল, রশিদ, আরিফকে জরিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করাছেন। এসব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন তাহের আলী।
জানা গেছে, সাদিপুর ইউনিয়নের বাইশটেকী চৌরাপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে ভূমিদস্যু জাহাঙ্গীর হোসেন তার বাহিনী নিয়ে র্দীঘদিন ধরে এলাকায় জমি দখল, চাদাঁবাজি ও ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনা করে আসছেন। তার এসব অপরাধ মূলক কার্যকলাপে এলাকাবাসী বাধাঁ দিয়ে হামলা ও মিথ্যা মামলাও শিকার হতে হয়েছে। সাম্প্রতিক গত শুক্রবার সকালে বাইশটেকী চৌরাপাড়ার রাস্তায় জাহাঙ্গীর হোসেন দাড়ি, টুপিসহ নানা ধরনের ইসলাম বিরোধী কথাবার্তা বলে স্থানীয় মুসল্লিদের বকাঝঁকা করতে থাকে। এসময় তাহের আলী তার এসব কথার প্রতিবাদ করলে জাহাঙ্গীর হোসেনসহ তার সহযোগীরা তাহের আলীর উপর হামলা করে মারাক্তক যখম করে। এমন ঘটনা শুনে এলাকাবাসী এগিয়ে আসলে জাহাঙ্গীরসহ তার সহযোগীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় তাহের আলী বাদী হয়ে থানা অভিযোগ দায়ের করেছেন। পরে জাহাঙ্গীর নিজের অপকর্ম ডাকতে তাহের আলী গংদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।