সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ গতকাল ২০ শে মার্চ সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়ানগর হতে সোনাখালী পষর্ন্ত ২২০০ ফুট রাস্তা প্রশস্ত ও আরসিসি করণের উদ্ধোধন করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।
এসময় উপস্থিত ছিলেন, সনমান্দী ইউনিয়নের কৃষকলীগের সভাপতি জামাল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য শাহিনা আক্তার, ডাঃ মনির হোসেন, খোরশেদ মোল্লা, আঃ কাদির মেম্বার, শাহ আলম, জিন্নত আলীসহ প্রমূখ।
উক্ত রাস্তাটি দীর্ঘদিন জরাজীর্ণ, ভাঙ্গাচুরা ও ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত স্কুল ও কলেজের শিক্ষার্থী, গামেন্টস ও বিভিন্ন কলকারখানার শ্রমিকসহ ৮ থেকে ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।
তাদের দুর্ভোগের কথা চিন্তা করে সনমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ নিজ প্রচেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়ণে রাস্তাটি কাজ শুরু করেন। রাস্তাটি কাজ করা দেখে এলাকাবাসীদের মাঝে আনন্দ বিরাজ করে এবং মিষ্টি বিতরণ করেন।
আওয়ামীলীগের প্রতিক ফুলের নৌকা দিয়ে এলাকাবাসী শুভেচ্ছা জানান চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ কে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার