সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ গত ১লা মার্চ শুরু হয় সোনারগাঁও লোক ও কারুশিল্প যাদুঘরের ১ মাস ব্যাপি মেলা। বছরের অন্য সময়ের তুলনায় মেলা চলাকালীন সময়টাতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন সোনারগাঁয়ে, বছরের পুরে সময় টিকিটের নির্ধারিত মূল্য ৫০ টাকা, তবে এবার
সোনারগাঁ যাদুঘরে মেলা উপলক্ষে দর্শনার্থীদের অনুরোধের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বিকেল ৫টার পর যাদুঘরে প্রবেশের ক্ষেত্রে কোনো টিকেট না নেয়ার সিদ্ধান্তে উপনীত হয়।
প্রথম ২-১ দিন সময় ঠিক থাকলেও পরবর্তীতে শুরু হয় সময়ের নয় ছয়, বিকেল ৫টায় গেট খুলে দেওয়ার কথা থাকলেও বেশী টিকিট বিক্রির আসায় এবার গেট খোলা হচ্ছে ৬টার পর।
যেখানে সাধারন মানুষ, শিশু কিশোর, নবীন প্রবীন সকলেই মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ জানিয়েছেন। নির্ধারিত সময় পার হলেও গেট খোলা হচ্ছে না, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভোগান্তির শিকার হচ্ছেন, শত শত মানুষের ভিড়ে যাদুঘর গেট সংলগ্ন রাস্তায় জ্যাম তৈরি হচ্ছে, ভোগান্তিতে পরছেন রাস্তায় চলাচলকারী হাজার হাজারো মানুষ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার