পলাশ শিকদারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনা রোধে দেয়া স্পিডব্রেকার নিজেদের উদ্যোগে রং করে সাংকেতিক চিহ্ন এঁকে দিয়েছে স্থানীয় তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের সোনারগাঁ’।
বুধবার (৩ মার্চ) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ গেট থেকে বারদি বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে থাকা স্পিডব্রেকারে রং করে দেন তারা।
এই কাজে অংশগ্রহণকারী ‘স্বপ্নের সোনারগাঁ এর একজন সমাজকর্মী বলেন, ‘স্পিডব্রেকারে রং না থাকায় দূর থেকে এটি বুঝা যায় না। ফলে অপরিচিত কেউ এই সড়ক ব্যবহার করলে দুর্ঘটনার শঙ্কা বেশি থাকে। আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা রাস্তায় চলাচলকারী মানুষের সামান্য উপকার হলেই আমরা স্বার্থক।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা রোধে রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্পিডব্রেকার দেয়া হয়। কিন্তু অনেকসময় এই স্পিড ব্রেকারগুলোই মরণফাঁদে পরিণত হয়। এজন্য স্পিড ব্রেকারগুলোতে রং করার পাশাপাশি দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে।
এতে অংশ নেন তারেক মাহমুদ, পলাশ শিকদার, সবুজ সানভীর, শাকিল আহমেদ, তুষার শুভ, মোতালিব আহমেদ সহ কিছু উৎসুক জনতা।
এমন কাজে সবার প্রশংসা কুড়িয়েছেন এই তরুণরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার