কাইয়ুম হোসাইন(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার পিছনে মহাসড়কে চাঁদাকেই মূল কারণ হিসেবে গণ্য করা হয়।
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দর অংশে দীর্ঘদিন যাবত এই চাঁদা বাজি হয়ে আসছে। ভুক্তভোগীদের সবাই ভ্রাম্যমাণ হওয়ায় কেউ অভিযোগ করে পুলিশি ঝামেলায় যেতে চান না।
গত ২৪ এপ্রিল মদনপুরে নুর নবী (২৮) নামের এই ট্রাক ড্রাইভার কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট নাজমুল হুদা'র চাঁদাবাজির স্বীকারের কথা জানালে, এই রাস্তার চাঁদাবাজীর বাস্তব চিত্র ফুটে উঠে।
এই ঘটনা হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপারের দৃষ্টি গোচর হলে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগের দায়ে, কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট নাজমুল হুদা সহ ৪ জন পুলিশ সদস্যকে গাজীপুর রিজিয়নের বদলী করা হয়। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করবে বলে জানান।
কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ড্রাইভারকে হয়রানির সাথে জড়িত ঐ টিমের ৪ জনকেই বদলি করা হয়েছে। তিনি আরো জানান, ৪ জন পুলিশ সদস্যকে বদলীর বিষয়টি আমাদের নিয়মিত বদলীর অংশ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার