আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ক্ষুধা ও দারিদ্রমুক্ত আদর্শিক সপ্নের বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে এই স্লোগান নিয়ে পথশিশুদের পাশে ইশা ছাত্র আন্দোলন ৷
করোনায় যখন বিশ্ব দুর্দশাগ্রস্থ বিদিশা হয়ে পরেছে নিম্ম আয়ের মানুষ, তখন পথশিশুদের খোজ-খবর কতটায় বা রাখে এলিট শ্রেণীর মানুষ৷ পবিত্র রমজান মাসের আমেজ যখন ঘরে ঘরে পথশিশুরা তাকিয়ে থাকে অজানা কোন প্রান্তে৷ তাই তাদের পাশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দ, তাদের মুখে তুলে দেয় ইফতার।
২৭ এপ্রিল রোজ মঙ্গলবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে সন্ধায় ছিন্নমুল পথশিশুদের ইফতার করান ইশা ছাত্র আন্দোলন৷
এতে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম জুয়েল ,সহ-সভাপতি মাওঃ শহিদুল্লাহ মাসুম নুরী সাধারণ সম্পাদক জাকারিয়া আহমাদ , ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ এম হোজাইফা ও ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হাবিবুল্লাহ হাবিব প্রমুখ ৷