ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁ উপজেলায় আসন্ন সাদিপুর ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রনেতা মোঃ জাকির হোসাইনের পক্ষ থেকে সাদিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে ও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে ঈদুল ফিতর উদযাপন করার অনুরোধ করেছেন জাকির হোসাইন।
জাকির হোসাইন আরও বলেন, হিংসা বিদ্বেষ ও ধনী–গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থতার সহিত ঈদ উদযাপন করবেন বলে আশা করছি। রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরিব, দুস্থ , অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা জাগ্রত করতে হবে। আসুন করোনা প্রতিরোধে কেনাকাটা, হইহুল্লোড় ও ঘুরাঘুরি পরিহার করে সকলে সরকারের নির্দেশ মত স্বাস্থ্যবিধি মেনে চলি ও সামাজিক দুরুত্ব বজায় রেখে ঈদ পালন করি