নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের দূর্যোগ বৃদ্ধি পাওয়ায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিবন্ধী এতিম ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সোনারগাঁও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও কাচঁপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম লিটন খান।
আজ শনিবার বেলা ১১টায় কাচঁপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড অন্তর্গত ললাটি জনতা বাজার এলাকায় ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম আপোষ খান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার প্রথম থেকেই নিজ অর্থায়নে কাচঁপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি গ্রামে সফিকুল ইসলাম লিটন খান করোনা প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাস্ক,স্যানিটাইজারসহ খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কাচঁপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, কাচঁপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ, সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার