আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের শম্ভুগঞ্জে ধর্ষনের সংবাদ প্রকাশ করায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ মহানগর কমিটির সম্মানিত সদস্য, ময়মনসিংহ চরাঞ্চল প্রেসক্লাব এর সদস্য, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন এর প্রতিনিধি ও নবজাগরণ টিভি এর সম্পাদক সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসীদের হামলা। ধর্ষনের তথ্য সমৃদ্ধ মোবাইল ফোন ছাড়াও নগদ কিছু টাকা ছিনিয়ে নেয়। এলোপাতাড়ি মারধরসহ আরও চাঁদা দাবীও করে। এমনকি প্রাণ নাশের হুঁমকি পর্যন্ত দিয়ে দৌড়ে চলে যায়।
এ ঘটনায় সঠিক তদন্ত ছাড়াও প্রশাসনের সুদৃষ্টি ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবীতে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটির উদ্যোগে ২৭ মে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার