সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নে সরকারি অনুদানের অর্থায়নের নগদ অর্থ দুস্থ-অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার সকালে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আসা ভিজিএফ এর পরিবর্তে নগদ ৪৫০ টাকা প্রতিজনের জন্য বরাদ্দ দেন সরকার। সোমবার (৩ মে) ১-৫ নং ওয়ার্ডের মোট ৬৩৬ জনের মাঝে এ অর্থ বিতরণ করেন।
ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ জানান, যতদিন বেঁচে থাকি ততদিন যেন মানুষের সেবা করে যেতে পারি। মহামারি করোনার সময় সনমান্দী ইউনিয়ন বাসীর পাশে থেকে মাস্ক, সাবান ও সুরক্ষা সামগ্রী বিতরণ এবং জনসচেনতা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তার পাশাপাশি দুস্থ-অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ বদিউজ্জামান, ইউনিয় পরিষদ সদস্য খাদিজা,লুৎফা, ছাত্রলীগ নেতা মাসুদ রানা, তরিকুল, সজিব, আল আমিন, হাফেজ সোহান মোল্লা সহ প্রমূখ।