পলাশ শিকদারঃ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে রূপায়ন কোম্পানির উদ্যোগে যাকাত সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭মে শুক্রবার সকালে ঈদুল ফিতরকে সামনে রেখে করোনা ভাইরাস চলা কালিন সময়ে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রূপায়ন বাসভবনে রূপায়ন কোম্পানির উদ্যোগে অসহায় গরীব দুস্থদের মাঝে যাকাত সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল হক, রূপায়ন কোম্পানির পিএ মো.হাফিজুর রহমান, পিএ মো.কামাল আহমেদ, বারদী বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.ওবায়দুল হক, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.শরিফ সরকার, বারদী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর সরকার প্রমূখ।
চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল হক এর উপস্থিতিতে বারদী ইউনিয়নের ৮টি ওয়ার্ডের অসহায় দরিদ্র দুস্থ পরিবারের মাঝে এ যাকাত সামগ্রী বিতরণ করা হয়েছে। যাকাত ও সামগ্রীর মধো রয়েছে চাল, ডাল, চিনি, সেমাই, তেল ও আলু। বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল হক জানান, স্বাস্থ্যবিধি বজায় রেখে শনিবার সকালে রূপায়ন কোম্পানির উদ্যোগে বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় আরো ৫শ অসহায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে যাকাত সামগ্রী বিতরণ করা হবে।