সুমনাঃ (কেনজিসি প্রতিনিধি) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১ হাজার ৮৪ জন সহকারী অধ্যাপককে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করা হয়েছে। এর মধ্যে রাজধানীর কবি নজরুল কলেজের রয়েছেন ৭ জন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের মোট ৮৯ জন শিক্ষক পদন্নোতি পেয়েছেন।এ বিষয়ে গতকাল মঙ্গলবার ( ২৯ জুন) প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করে আগের পদে দায়িত্ব পালন করবেন। মাউশি অধিদফতরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্তদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে করতে হবে।
পদোন্নতি পাওয়া সাত কলেজের শিক্ষকদের মধ্যে ঢাকা কলেজের ১৬ জন, ইডেন মহিলা কলেজের ১৭ জন, সরকারি তিতুমীর কলেজের ১৭ জন, সরকারি বাঙলা কলেজের ১৮ জন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ৯ জন, কবি নজরুল সরকারি কলেজের ৭ জন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৫ জন রয়েছেন।
এ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বশেষ কমিটির সভাপতি অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীর ও সচিব মহোদয়ের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা অন্যান্য ক্যাডারের তুলনায় অনেক পিছিয়ে আছি। দীর্ঘদিন পরে পদোন্নতি হওয়ায় আমাদের প্রত্যাশা আরো বেশি ছিল। পদোন্নতি পাওয়ার যোগ্যতা সম্পন্ন আমাদের আরো বেশ কয়েকজন সহকর্মী রয়েছেন। আশাকরি তাদের বিষয়ও দ্রুত বিবেচনা করা হবে। এছাড়াও আমরা আশা করছি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদেও দ্রুত পদোন্নতি দেয়া হবে।