সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ বর্তমান বিশ্বে পাবজির নাম জানে না, এমন কিশোর-যুবক খুজে পাওয়া যাবে না। পৃথিবীতে সবচেয়ে নাম কামানো ব্যাটল রয়েল গেমের তালিকার শীর্ষে রয়েছে গেমটি।
ইতোমধ্যে গ্লোবাল চ্যাম্পিয়নশীপ ও অনুষ্ঠিত হয়েছে গত বছর, যেখানে বাংলাদেশের হয়ে ডুবাই গিয়ে ফাইনালে খেলে এসেছে এ ওয়ান ই-স্পোর্টস (A1 esports) দল।
পাবজির আরেকটি ভার্সন, পাবজি মোবাইল লাইটে এখন পর্যন্ত কোনো গ্লোবাল চ্যাম্পিয়নশীপ খেলা হয় নি। তবে ২০২২ সালে হবে বলে অনেকেই মনে করছে।
৭ জুন থেকে শুরু হতে চলেছে পাবজি মোবাইল এর “ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ বাংলাদেশ “টুর্নামেন্ট। যেখানে প্রাইজপুল ধার্য করা হয়েছে ২৪ লক্ষ টাকা।
এবার অন্যান্য বড় বড় দলগুলোর সাথে খেলতে চলেছে রায়হান ফেরদৌস এর দল ” TEAM RAYFER”.
পাবজি মোবাইল লাইটে বাংলাদেশের শীর্ষ ১০ টি দলের মধ্যে রায়হানের “টিম রেইফার” অন্যতম।
তবে এই প্রথমবারের মতো পাবজি মোবাইলের মত গেমের বড় কোনো আসরে খেলতে চলেছে দলটি।
রায়হানের মতে, “পৃথিবীর অন্যান্য দেশ গুলোর ই-স্পোর্টস খেলোয়াড়দের জন্য রয়েছে ট্রেইনিং সেন্টার। আমাদের দেশে তেমন কোন ব্যাবস্থা নেই। আমরা নিজেদের যোগ্যতায় দেশকে বিশ্বের সামনে যে তুলে ধরতে পারছি, এটাই আমাদের কাছে গর্বের বিষয়। এবারের টার্গেট, বিশ্ব মঞ্চে নিজ দেশের পতাকা তুলে ধরব”।