সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ "পরিবেশ দিবসের শপথ আজ, পরিবেশ রক্ষায় করব কাজ।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে "বিশ্ব পরিবেশ দিবস" উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং মানুষকে গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করতে ক্যাম্পাস আঙ্গিনায় "ভলান্টারি সার্ভিস ক্লাব - আশুলিয়া ক্যাম্পাস" কর্তৃক, বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
এই আয়োজনকে সাফল্যমন্ডিত করতে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন মোস্তফা কামাল, ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি, সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর কাজী দিলজেব কবির রিপন সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার