আশিকুজ্জামান মিজান, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজের ৬ দিন পর (০৫ জুন ২০২১ খ্রিঃ) শনিবার সকালে পরিত্যক্ত হাউজিং প্রজেক্ট এর স্যানিটারি ল্যাট্রিন থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে তারাকান্দা থানা পুলিশ।
জানা গেছে, তারাকন্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফ এর পুত্র ময়মনসিংহ রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউট সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী মোঃ শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) গত ৩১ মে সোমবার রাত ১০ টায় বাড়ির পাশে এক দোকানে চা পানের কথা বলে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
এ ব্যাপারে পরদিন ০১ জুন ২০২১ খ্রিঃ মঙ্গলবার ওই শিক্ষার্থীর পিতা আব্দুর রউফ তারাকান্দা থানার জিডি করেছে। নিখোঁজের পর খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি পরিবার। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ প্রকাশ হওয়ার পরও কোন সন্ধান মিলেনি ৫ দিনেও।
অতপর আজ ০৫ জুন ২০২১ খ্রিঃ শনিবার সকালে নিখোঁজ ছাত্রের বাড়ির ২শ মিটার দূরে পরিত্যাক্ত হাউজিং প্রজেক্টের এর পাশে পরিত্যক্ত স্যানিটারি ল্যাট্রিন থেকে দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল খবর পেয়ে তারাকান্দা থানার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলের স্যানিটারি ল্যাট্রিন এর ভিতর থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। শিক্ষর্থী মরদেহ দেখতে হাজারো জনতার গণজমায়েত সৃষ্টি হয়।