মোস্তাফিজুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের জিতেন্দ্রনাথ তার নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা চত্বরে বিশ্বম্ভরপুর মহিলা সংস্থা ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মহিলা লীগ ও বিশ্বমভারপুর বিআইডিএসের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাত মরিয়ম, বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হুমায়ূন কবির মৃধা, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মহিলা সদস্য প্রতিমা রানী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।