সকালবিডি টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জামপুর ইউনিয়ন পরিষদের নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়ার শাশুড়ির কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পাকুন্ডা এলাকায় আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়ার নিজ বাড়িতে এই কুলখানি অনুষ্টান অনুষ্ঠিত হয়।
উক্ত কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৈাধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শামসুদ্দিন খান আবু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর লিটন, সোনারগাঁ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে সকলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় আলহাজ্ব হুমায়ুন কবির ভুঁইয়া জানায়, গত ২০ জুন রবিবার জাহানারা বেগম ৯০ সকাল ১০ টায় বার্ধক্যজনিত কারনে পাকুন্ডা এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে ছয় ছেলে এবং তিন মেয়ে রেখে যান। রবিবার বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নে পাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।