আশরাফুল সিকদার, চীফ রিপোর্টারঃ পিকনিকের সেলু মেশিনের জেনারেটরের সাথে উড়না পেচিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কালিয়াকৈর বংশাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের মেহেদী আলম চাঁন মিয়ার মেয়ে মারিয়া আক্তার (১৪)। সে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।
জানা যায়, স্বজন ও পাড়াপ্রতিবেশী প্রায় ৮০-৯০জন মিলে পিকনিকে গাজীপুরের কালিয়াকৈর মখশবিল এলাকায় যাওয়ার উদ্দেশ্যে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি সেলু মেশিনে সকালে রওনা হয়। বেলা ১১টার দিকে কালিয়াকৈর বংশাই নদী এলাকায় পৌঁছালে সেলু মেশিনের জেনারেটরের সাথে উড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয় মারিয়ার। পরে সেখান থেকে তাকে মির্জাপুর বংশাই সেলুঘাট এলাকায় নিয়ে আসা হয়। সে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলো বলে জানা গেছে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) আরিফ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বংশাই সেলুঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।