দীর্ঘ প্রায় এক যুগ পর সোনারগাঁ থানা বিএনপি কমিটি পুনঃগঠন হওয়ার সাংগঠনিক কার্যক্রম চলছে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কাছ থেকে জানা যায়, সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে ৯১থেকে বিএনপির সাংসদ রেজাউল করিম ২০০৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় দলের দুঃসময়ে রেজাউল করিম এবং ওরা ১১ জন নামক সতীর্থরা সংস্কারবাদীতে রুপ নেয়।
তারা দলের সুসময় শুধু দলের পক্ষে ছিলো। দলের দুঃসময়ে আজ পর্যন্ত বিএনপির কোনো ধরনের কর্মকাণ্ডে আসে নি। এমনই জানা যায় ও দৃশ্যমান। তারা সুবিধার জন্য চলে গেছে অন্য দলে। সেই জুটি নজরুল ইসলাম টিটু- মোশারফ হোসেন এখন আবার সোনারগাঁ বিএনপিতে প্রতিষ্ঠিত হতে সুপারিশ তদবির চালু করেছে, সোনারগাঁ থানা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে টিটু মোশারফ এখন আওয়ামীলীগ ও জাতীয়পার্টির সাথে ওতোপ্রোত ভাবে জড়িত, তাদের গণসংযোগ এর দৃশ্য সকলের মুঠোবন্দি। কিন্তু তাদের জন্য তদবির সুপারিশ হয় এটা শুনেই আমরা বিব্রত হচ্ছি। তৃর্নমুল নেতাকর্মীরা বলছেন, দলের প্রতি আস্থা কমে যাচ্ছে আমাদের। আমরা চাই দলের জন্য কাজ করা নেতৃত্বকে। সোনারগাঁ-৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান তিনি সোনারগাঁ থানা বিএনপিতে সক্রিয়। তারা এই টিটু- মোশারফকে বিএনপির ঐক্যবিনষ্টকারী দুষ্কৃতিকারী হিসেবে জানেন বলেই তাদেরকে বয়কট করেই থাকেন সকল নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার