মেম্বার প্রার্থী পনির শিকদার পেলেন টিউবওয়েল
আসন্ন ২৮ শে নভেম্বর ৩য় ধাপে সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সনমান্দী ৪নং ওয়ার্ডে পনির শিকদার পেলেন টিউবওয়েল মার্কা।
তিনি মার্কা পাওয়ার পর বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আল্লাহ্ র রহমতে আমি টিউবওয়েল মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হবো। আমি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর থাকবো।
আমি পুনরায় নির্বাচিত হলে সনমান্দী ৪নং ওয়ার্ডকে কীভাবে একটি মডেল ওয়ার্ড হিসেবে তৈরি করা যায়, সেদিকে লক্ষ্য রাখবো এবং সনমান্দী ৪নং ওয়ার্ডে অসমাপ্ত কাজ গুলির প্রতি আমার বিশেষ নজর থাকবে। অবশেষে তিনি সনমান্দী ৪নং ওয়ার্ডের ভোটার দের কে তার পাশে থেকে ভোটাধিকারের মাধ্যমে তাকে নির্বাচিত করার, আকুল আবেদন জানান ।