নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আপেল প্রতিকের মেম্বার প্রার্থী সাবেক মেম্বার এম এ হালিম প্রচারণা ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। আজ ভোট প্রার্থনা করে গনসংযোগ করেন জনবান্ধব প্রার্থী এম এ হালিম।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত গনসংযোগে আপেল প্রতিকের নির্বাচনী প্রচারণার করা হয়।
এ সময় সাধারণ ভোটারা বলেন- এম এ হালিম সমাজের বহু উপকার করে। এখানের মাদক নির্মূলে তার ব্যাপক ভূমিকা রয়েছে। আপনারা দলমত নির্বিশেষে তাকে মেম্বার নির্বাচিত করলে সমাজের উন্নয়ন হবে।
গনসংযোগ শেষে এম এ হালিম বলেন, আমি আপনাদের পাশে আছি। আগামী ২৮ নভেম্বর আপেল প্রতিকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করতে আমি আপনাদের কাছে মুল্যবান ভোট প্রার্থনা করছি। তিনি বলেন, ৬নং ওয়ার্ড বাসী আপনাদের উৎসাহ-উদ্দীপনা দেখে বিশ্বাস করছি আমার ছোট-খাট ভূলভ্রান্তি থাকলে তা মার্জনা করে আপনারা ৬নং ওয়ার্ডবাসী আমাকে আপেল প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। এ সময় পিরোজপুর ইউপি’র ৬নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রায় তিন হাজার লোকের উপস্থিত ছিলে গনসংযোগ এ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার