সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেইট এলাকায় যাত্রীবাহী একটি বাসের সাথে চলন্ত ট্রেনের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে৷ রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় এই ঘটনা ঘটে৷ এতে আহত হয়েছেন অন্তত ৫ জন৷
এ ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা৷ তবে হতাহতের সঠিক পরিমাণ জানাতে পারেননি৷
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, তারা দুইজনের মৃতদেহ উদ্ধার করেছেন৷ অন্তত ৪ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
সদর মডেল থানার ওসি শাহ্ জামান বলেন, আনুমানিক পৌনে ছয়টাক দিকে আনন্দ পরিবহনের বাসের (ঢাকা মেট্রো-ব: ১১-৪৩৭৪) সাথে ট্রেনটির সংঘর্ষ হয়৷ ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল৷ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের অদূরেই এই সংঘর্ষ হয়৷ ট্রেন চালককে এখনও পাওয়া যায়নি৷
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, এক নম্বর রেলগেইটের ক্রসবারটি নামানো ছিল না৷ বাসটি ছিল রেললাইনের উপরে৷ স্টেশনের অদূরে দ্রুতগামী ট্রেনটির সাথে সংঘর্ষ হয়৷ এতে ট্রেন লাইনের দুই পাশের অবৈধ কিছু স্থাপনাও ধমুড়ে মুচড়ে যায়৷
ট্রেনের চালককে পাওয়া যায়নি৷ প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার পরপরই ট্রেন চালক পালিয়ে যান৷ সাধারণত ক্রসিংয়ের সামনে এতো দ্রুত ট্রেন চলে না৷ তবে আজ ট্রেনটির গতি বেশি ছিল৷ এদিকে রেলের কোনো কর্মকর্তার তাৎক্ষনিক বক্তব্য পাওয়া যায়নি৷
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার