সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্বভার গ্রহণ ও প্রথম কার্যদিবস উপলক্ষে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ই জানুয়ারী) দুপুরে বালুয়াকান্দী সনমান্দী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, সনমান্দী ইউনিয়নের আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হাজী জসীম চৌধুরী ও আওয়ামীলীগ নেতা খোরশেদ মোল্লা।
সনমান্দী ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী জাহিদ হাসান জিন্নাহ বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২য় বারের মতো নির্বাচিত হয়।
এই সময় নবনির্বাচিত মেম্বার দের ফুল দিয়ে বরণ করে নেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।
এই সময় উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের সচিব মোঃবদিউজ্জামান, নবনির্বাচিত ১নং ওয়ার্ডের সদস্য ফজলুল হক, ২নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সদস্য শহীদ বাদশা ভূঁইয়া, ৫নং ওয়ার্ডের সদস্য ইব্রাহিম মিয়া, ৬নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম টিক্কা খাঁন, ৭নং ওয়ার্ডের সদস্য এস এম আলমগীর, ৮নং ওয়ার্ডের সদস্য সোলাইমান হোসেন সুজন, ৯নং ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন, ১,২,৩ মহিলা সংরক্ষিত সদস্য সানোয়ারা বেগম, ৪,৫,৬ মহিলা সংরক্ষিত সদস্য মিনারা আক্তার মিনা ও ৭,৮,৯ ওয়ার্ডের সদস্য শাহীনা আক্তার। ১নং ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুল হক, ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য হারুন অর রশীদ মোল্লা সহ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার