মীমরাজ রাহুল, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন এর নোয়াকান্দী এলাকায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াকান্দী মামুন স্মৃতি ক্রীয়া চক্রের উদ্যোগে এক ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাতা সোনারগাঁ ক্রিকেট একাডেমি এর মিলন বাবুর পরিচালনায় খেলার উদ্ধোধক ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আলহাজ্ব এস এম আলমগীর।
সভাপতিত্বে করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন -অডিট অফিসার ঢাকা খন্দকার কামাল হোসেন, সাবেক সেনা কর্মকর্তা জালালউদ্দিন, প্রবাসী সাহাবুউদ্দীন ও সাংবাদিক মীমরাজ হোসেন রাহুল।
আজ বিকেলে নোয়াকান্দী এলাকার সিনিয়র এবং জুনিয়র খেলোয়াড়দের নিয়ে টিম সিনিয়র একাদশ বনাম টিম জুনিয়র একাদশ খেলায় অংশ নেয়। মোট ১০ ওভারের খেলায় টসে জিতে প্রথমে আরিফের দুর্দান্ত বাটিংয়ে ৭উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে সিনিয়র একাদশ। পরে ৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭২ রানেই থেমে যায় জুনিয়র একাদশ। ৪টি চার সহ ব্যাক্তিগত ৩২ রানে ম্যাচ সেরা হন আরিফ হোসেন। পরে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হৃদয় হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও রানার্সাপ দল সহ অন্যান্য খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।