সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ইউনিয়নের সাত ভাই পাড়া নতুন গ্রামের মোহাম্মদ শহিদের ছেলে মোহাম্মদ সাখাওয়াত (৩৬) সোনারগাঁ থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন তার প্রতিবেশী ১. মোঃ জুবায়ের (২২) পিতা-মোঃ কাউছার, ২. মোঃ সাগর (২২) পিতা- আবুকালাম ৩. মোঃ ইরফান(২০) পিতা- দেলোয়ার হোসেন দেলু, ৪. মোঃ নিলয় (১৮) অজ্ঞাত আরো ৪/৫ জন।
আরো জানান, কিছু উশৃংখল লোক ৩১শে মার্চ দুপুর আনুমানিক ১২ঃ০০ ঘটিকায় সময় আমার প্রতিবেশী খায়রুলকে এলোপাথারি শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে উক্ত বিষয়ে আমার রড় ভাই মোঃ স্বপন (৪৫) এগিয়ে দুই পক্ষকে ছাড়িয়ে দিলে উক্ত ঘটনার জের ধরিয়া একই দিনে দুপুর আনুমানিক ১২ঃ৪০ ঘটিকায় সময় সোনারগাঁ থানাধীন বৈদ্যের বাজার সাকিনস্থ শাহ আলম এর মুদি দোকানের সামনে উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা বিবাদীরা পরস্পর যোগসাজশে তাদের হাতে থাকা লোহার রড, ধারালো চাকু, ছোড়া লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনতার সামনে আমার বড় ভাইকে মোঃ স্বপন (৪৫) পথরোধ করে এলোপাথারী ভাবে শারীরের বিভিন্ন স্থানে জখম করে এবং আমার ভাইয়ের ব্যবসার নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায় আশেপাশের লোকজন এগিয়ে আসলে গালিগালাজ ভয়ভীতি হুমকি প্রদান করে চলে যায়।
এই বিষয়ে সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার ইমরান জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।