সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে তিন হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল পোলাও চাল, সয়াবিন তৈল, সেমাই, চিনি, ডাল ও লবন।
শনিবার (৩০এপ্রিল) সকাল থেকে ইউনিয়নের মোগরাপাড়া কাঁচাবাজার ৯ নং ওয়ার্ডের কাফুরদী ও ৭নং ওয়ার্ডের পাঁচপীর দরগাহ স্কুল মাঠে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ) আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর নিজস্ব অর্থায়নে অসহায় দুস্থ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, আরিফ মাসুদ বাবু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, ইউপি সদস্য শিপন সরকার, আঃ সামাদ মেম্বার, উপজেলা যুবলীগের নেতা নুরে আলম, রোমান বাদশা, রবিউল, কামরুল প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার