মিজু আহমেদ, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে খামার যান্ত্রিকিকরণ এর আওতায় উন্নয়ন সহায়তা ( ভূর্তকি মূল্যে) কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব কৃষি যন্ত্র বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষিবিদ মাসুম কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ভিপিএম সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম প্রমুখ।
উল্লেখ্য; এই প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০℅ ভূর্তকি মূল্যে মোট ৫টি কৃষি যন্ত্র বিতরণ করা হবে। এর মধ্যে ১২ লাখ ৫০ টাকা একটি মেটাল হারভেস্টার ও
১৫ লাখ ৫০ টাকায় (ভূর্তকি মূল্যে) মায়ানমার হারবেস্টার যথাক্রমে উপজেলার খোট্টাপাড়া ইউপির ভান্ডারপাইকার গ্রামের নায়েব আলী এবং শাকপালার এস এম মুসা নামের দুইজন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।