নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন,পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। বুধবার (০৬ এপ্রিল) সকালে পিরোজপুর ইউনিয়নের হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১,২,৩ নং ওয়ার্ডের টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর বিক্রয় কেন্দ্র থেকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ৪৬০ টাকা মূল্যের প্যাকেজ,প্রতি লিটার সয়াবিন ১১০, প্রতি কেজি চিনি ৫৫,মসুর ডাল ৬৫ টাকা হারে প্রতি প্যাকেটে দুই লিটার ভোজ্যতেল,দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল ২৩৫ জন পরিবারের মধ্য বিক্রি করা হয়।
পিরোজপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মজিবুর রহমান,খোরশেদ আলম ফরাজি, জাহাঙ্গীর ও আওয়ামী লীগ নেতা আঃ সালাম, দেলোয়ার, বাবুল ভুঁইয়া সহ ইউনিয়ন পরিষদের সকল সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার