সকালবিডি টোয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জালাকান্দীতে মাইক্রোবাস থামিয়ে ডাকাতির সময় গুলি ছুড়ে ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মে) ভোরে উপজেলার আড়াইহাজার বিশনন্দী ফেরীঘাট সড়কের এলাকায় একটি মশারীর কারখানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভিকটিমদের সূত্রে জানা যায়, সিলেট থেকে বাঞ্ছারামপুর যাওয়ার পথে জালাকান্দীতে ঘটনাস্থলে মাইক্রোবাস থামায় ডাকাত দল। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা লুটে নেয় তারা। ডাকাতি চলাকালীন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লার গাড়ি ঘটনাস্থল অতিক্রমের সময় দৌড়ে গিয়ে ডাকাতদের ধাওয়া করে। এসময় ৫ রাউন্ড গুলিও ছুড়েন তিনি। পরে ৫ সদস্যের ডাকাত দলের ৪ জন পালিয়ে গেলেও ডাকাত সর্দার আড়াইহাজারের সালমদী গ্রামের সিরাজুলের ছেলে সেলিমা মিয়াকে (৩৬) গ্রেফতার করতে সক্ষন হন ওসি। এদিকে এ ঘটনায় মাইক্রোবাস চালক বাদী হয়ে ৫ ডাকাতের নামে মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে ২টি বড় ছোরা, লুট হওয়া ২৭শ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। বাকী ৪ ডাকাত উপজেলার খিরদাসী ও সালমদী গ্রামে বলে পুলিশ জানায়।