কবির হোসেন | টাঙ্গাইল প্রতিনিধিঃ “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
অদ্য (২২ মে, রোজঃ রবিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি অফিস কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। উদ্বোধন শেষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।[caption id="attachment_11920" align="alignleft" width="300"] এসময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছবিঃ কবির হোসেন | টাঙ্গাইল জেলা প্রতিনিধি[/caption]
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবীর, নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো, আনিসুর রহমান আনিস, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ। এসময় উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার