কবির হোসেন | টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে নাগরপুর উপজেলার এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরিক্ষা-২০২২ কক্ষ পরিদর্শক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য (৯ জুন, রোজঃ বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে এ কর্মশালা আনুষ্ঠিত হয়। কক্ষ পরিদর্শক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো মনছুর আলী, নাগরপুর কেন্দ্রীয় আলিম মাদ্রাসার সুপার আ. সালামসহ উপজেলার সকল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার