কবির হোসেন | টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
অদ্য (১লা জুন, রোজ- বুধবার) সকালে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি নাগরপুর এল এস ডি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজনে করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে খাদ্যশস্য সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মো. হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা আ. মতিন বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর ও নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
নাগরপুর গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, এবারের বোরো মৌসুমে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ও সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি মণ ১ হাজার ৮০ টাকা দরে ২ হাজার ১ শত ৫৫ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজিতে ৪৩ মেট্রিক টন বোরো সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। ধান ও চালের আর্দ্রতা থাকতে হবে ১৪ শতাংশ। সংগ্রহ কার্যক্রম ১৬ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার