কুষ্টিয়ার মিরপুরে তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ৪২ টন তেল পড়ে গেছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার হালসা এলাকায় এ ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী তেলবাহী ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারায়। এতে তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ ঘটনায় কনটেইনার থেকে প্রচুর তেল পড়ে গেছে।
এ রেল কর্মকর্তা বলেন, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজও শুরু হয়েছে। আশা করা হচ্ছে, ঘণ্টা পাঁচেকের মধ্যেই ক্ষতিগ্রস্ত ওয়াগন উদ্ধার সম্ভব হবে।
নাম না জানিয়ে এক রেল কর্মকর্তা বলেন, এ ঘটনায় কনটেইনার থেকে প্রায় ৪২ টন তেল পড়ে গেছে। এখন উদ্ধার অভিযান চলছে। কিছু তেল নষ্ট হওয়ার শঙ্কা করা হচ্ছে। তবে মূল লাইন ক্লিয়ার থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, তেলবাহী ট্রেনটিকে লুপ লাইনে দাঁড়ানোর জন্য আদেশ দেয়া ছিল। কিন্তু চালক সামনে এগিয়ে যান। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার