পরিমল বিশ্বাস | স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে শিংলাব চৌরাস্তায় ঈদকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট।
গত (৬ জুলাই, রোজ- বুধবার শিংলাব হাটে গিয়ে দেখা যায় কোরবানির পশুর হাট জমে উঠেছে। গরু ও খাসির বেচাকেনা চলছে ও হাট বসবে আগামীকল শনিবার।
এ সময় শিংলাব হাটের ইজারাদার দেওয়ান শরীফ ও সোহেল জানায়, শিংলাব পশুর হাটে পশুর কেনাবেচা চলছে ও জমে উঠেছে হাট এ হাটে পাইকারদের থাকা খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার জন্য প্রশাসন ও ভলেন্টিয়ার রয়েছে। তাই ক্রেতা ও বিক্রেতারা সহজে লেনদেন করতে পারবে। হাসলির পরিমাণ অতি সামান্য। তাই আপনি আপনার পছন্দের পশুটি নিবিঘ্নে কিনতে পারবেন। সকাল থেকে রাত পযন্ত একটানা বেচাকেনা চলবে।
সাবিক তত্ত্বাবধানে রয়েছে, সাংবাদিক বায়েজিদ সাউথ, হাবিবুর রহমান হাবিব, শহিদুল ইসলাম, ইদ্রিস আলী, মো. জামান।