কবির হোসেন | টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার ২৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগীতায় নাগরপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আহ্সানুল বাসার। কৃষি কর্মকর্তা তুষার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, জেলা প্রশিক্ষক অফিসার ডিএই মো. দুলাল উদ্দিন, নাগরপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. এরশাদ মিয়া প্রমুখ। এসময় জেলা ও নাগরপুর কৃষি অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারিসহ নাগরপুর প্রেসক্লাবের সাংবাদিক ও কৃষকগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার