সুমনা আক্তারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল কার্যক্রম সিসি ক্যামেরার আওতায় আনতে নিজ অর্থায়নে ১৬ টি সিসি ক্যামেরা বিদ্যালয়ের হাতে তুলে দিয়েছেন সোনারগাঁও উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল।এছাড়া বিভিন্ন প্রয়োজনে বিদ্যালয়টির পাশে দাঁড়িয়েছেন তিনি।
নানাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল বাশার বলেন,আমাদের বিদ্যালয়ে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী পড়ালেখা করে।এখন আমরা আমাদের বিদ্যালয়ের কার্যক্রম আরো সুন্দর ভাবে পরিচালনা করতে পারব।এছাড়াও বিদ্যালয়টি সিসি ক্যামেরার আওতায় আসায় সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন,আমরা আবু নাইম ইকবালকে আমাদের বিদ্যালয়ের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই।বিভিন্ন সময় তিনি বিভিন্ন ভাবে আমাদের পাশে ছিলেন।নানাখি প্রাথমিক বিদ্যালয় পরিবার তার অবদান কখনও ভুলবে না ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ পলাশ শিকদার