পরিমল বিশ্বাস | স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানায়, সোনারগাঁ উপজেলা ও জামপুর ইউনিয়ন সর্বস্তরের সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক জানাচ্ছি। সকলের মাঝে সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। অনাবিল সুখ শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-আযহা।
আর ঈদ-উল-আযহা উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ গড়ি। তাই ধনী গরিবের ভেদাভেদ ভুলে আসুন সকলে একসাথে ঈদের আনন্দ উপভোগ করি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব ও মাদকমুক্ত একটি সুস্থ সমাজ গড়ে তুলব।