কবির হোসেন | টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞানবৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জি.এম ফুয়াদ মিয়ার পরিচলনায় প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা সহকারি প্রোগ্রামার অফিসার মো. হাবিবুর রহমান, সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক মো. হারুনুর রশিদ হারুন প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।